সিলেট ব্যুরো

  ০৮ অক্টোবর, ২০১৮

দ্বায়িত্ব নিলেন মেয়র আরিফুল

মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দায়িত্ব নিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

সোমবার বিকেলে নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহন করেন। এর আগে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন আরিফুল।

এসময় তার সাথে বেশ কয়েকজন কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে তিনি নগরভবনে প্রবেশ করলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ১৯৬ ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বারের মতো মেয়র পদ দখলে নেন আরিফুল। এরপর গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে শপথবাক্য পাঠ করেন তিনি। এরপর ঢাকা থেকে তিনি স্বপরিবারে লন্ডন চলে যান। সেখানে প্রায় ২৩ দিন অবস্থান শেষে গত ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দ্বায়িত্ব,মেয়র,আরিফুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close