রংপুর ব্যুরো

  ০৮ অক্টোবর, ২০১৮

‘রংপুরে জাপার দুর্গ ভাঙার সাধ্য কারও নেই’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, মহাসমাবেশ শেষে আগামী ২০ অক্টোবরের পর সারাদেশে ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হবে। আমরা ৩০০ আসনে নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। রংপুর জাতীয় পার্টির দুর্গ ছিলো, আছে এবং থাকবে। এ দুর্গ ভাঙার সাধ্য কারও নেই।

সোমবার দুপুরে রংপুর নগরীর সেনপাড়া বাসভবন স্কাইভিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন এলেই এরশাদ-রওশন এরশাদ দ্বন্দ্ব বেড়ে যায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। আমার স্ত্রী, আমরা সবাই এক। আমরা সবাই একসাথে নির্বাচন করবো। এতে কোন দলীয় কারণ নেই, বিভেদও নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনে বিজয়ী হওয়া।

এসময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস প্রেসিডেন্ট ফখর উজ জামান, মেজর (অব) খালেদ আখতার, এসএম ইয়াসির, কাউনিয়া-পীরগাছা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সিরাজ ভরসাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এরশাদ,রংপুর,জাপা,দুর্গ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close