ঠাকুরগাঁও প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০১৮

‘অপশক্তি মোকাবেলায় রাজপথে থাকবে আওয়ামী লীগ’

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন বলেছেন, একটি অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এই অপশক্তি মোকাবেলায় রাজপথে থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি এসসি হাইস্কুলের নির্মিতব্য চারতলা একাডেমিক ভবন স্থাপনের উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।’

লাউথুতি এসসি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কেদনার নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর ওয়াফু তপু, শুখানপুকুরী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, লাউথুতি এসসি হাইস্কুলের প্রধান শিক্ষক নবীন চন্দ্র বর্মন প্রমুখ।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে লাউথুতি এসসি হাইস্কুলের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে। ভবনটি নির্মাণ হলে ওই এলাকায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠাকুরগাঁও,রমেশ চন্দ্র সেন,অপশক্তি,মোকাবেলা,আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close