reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

খালেদাকে দেখতে কারাগারে মেডিকেল বোর্ডের ৫ সদস্য

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বকশি বাজারের পুরাতন কেন্দ্রীয় কারাগারে গেছেন মেডিকেল বোর্ডের পাঁচজন সদস্য।

শনিবার বিকেল পৌনে ৪টায় ওই পাঁচ সদস্য একটি মাইক্রোবাসে করে কারাগারের মূল ফটক দিয়ে প্রবেশ করেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পাঁচজন চিকিৎসককে নিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের প্রধানের দায়িত্বে আছেন ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরী। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বন্দী আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা,মেডিকেল বোর্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close