reporterঅনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট, ২০১৮

একসঙ্গে কাজ করবে যুক্তফ্রন্ট-গণফোরাম

যুক্তফ্রন্ট ও গণফোরাম একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রাজধানীর বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাড়িতে মঙ্গলবার রাত ৮টার দিকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কারা আছেন তা পরে গণমাধ্যমকে জানানো হবে। এক প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরী বলেন, জাতীয় ঐক্য গঠনে বিএনপির প্রস্তাব নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন দুর্বলতার পরিচয় দিয়েছে। তাই তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেপ্টেম্বরে আমরা আন্দোলনে যাচ্ছি। তবে তা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সবধরনের পদক্ষেপ নেব। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে। নির্বাচনকালীন সরকারে যদি আমাদের রাখা হয়, তবে আমরা থাকতে রাজি। এই নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ প্রশাসন ও নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে গঠিত হতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের সদস্যসচিব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, সহসভাপতি শাহ আহমেদ বাদল, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আ ব ম মোস্তফা আমিন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তফ্রন্ট-গণফোরাম,বদরুদ্দোজা চৌধুরী,বৈঠক,নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close