reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৮

বিএনপি যে অত্যাচার করেছে তা ভোলা কঠিন : এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি)

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমি জোটে নির্বাচন করবো। আমি সরকারের সাথে আছি, জোটে আছি। আর বিএনপি না আসলে আলাদা নির্বাচন করবো। এখন এটাই আমাদের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি। রোববার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে এরশাদ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন হবে। সেখানে ৭/৮ জন মন্ত্রীর মধ্যে আমরাও থাকবো। তিনি আরো বলেন, বিএনপি আমার ওপর যে অত্যাচার করেছে, আমি ৬ বছর জেলে ছিলাম। বিনা অপরাধে আমার বউ, ছেলে-মেয়েকেও জেলে দিয়েছিল তারা। এসব ভোলা কঠিন। তাই আর পুরনো কথা মনে করে কষ্ট পেতে চাই না।

এ সময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ডা. আক্কাছ আলী সরকার, জেলা জাতীয় পার্টির নেতা চৌধুরী শফিকুল ইসলাম, মেজর (অব.) আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি চিলমারী উপজেলায় জাতীয় পার্টি আয়োজিত কর্মীসভায় যোগ দেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় পার্টি,হুসেইন মুহম্মদ এরশাদ,অত্যাচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close