মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট

  ৩১ জুলাই, ২০১৮

মিষ্টি নিয়ে কামরানের বাসায় আরিফ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আওয়ামী লীগের বদর উদ্দিন কামরানের বাসায় গেছেন ফলাফলে এগিয়ে থাকা বিএনপির আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মিষ্টি নিয়ে তিনি কামরানের ছড়ার পারের বাসায় যান। এসময় আরিফুলের সাথে তার স্ত্রী শ্যামা হক ও মেয়ে সায়ইকা তাবাসসুম চৌধুরী ছিলেন।

আরিফুল হক চৌধুরী সিলেটে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য কামরানের সহযোগিতা চান। বদর উদ্দিন কামরানও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আরিফুল।

উল্লেখ্য, সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এর ফলে কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আরিফ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিষ্টি,কামরান,আরিফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist