reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুলাই, ২০১৮

বিএনপি’র সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা হতে পারে : কাদের

বিএনপির সঙ্গে নির্বাচনের আগে আনুষ্ঠানিক কোনো সংলাপে আওয়ামী লীগ না গেলেও অনানুষ্ঠানিক সংলাপ হলে সমস্যা নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কেউ আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না প্লিজ। আমি বলেছি, আমাদের সঙ্গে কথাবার্তা তো হতে পারে। আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে আমি কোনো কথা বলিনি। আমি মনে করি, আগে যা বলেছি এখনও তাই বলব। নির্বাচনে তফসিল ঘোষণার আর মাত্র তিন মাস বাকি। এই তিন মাসের মধ্যে সিডিউল ডিক্লার হবে, এর মধ্যে আনুষ্ঠানিক কোনো সংলাপের প্রয়োজন আমরা মনে করি না।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে একটা ওয়ার্কিং, একটা আন্ডারস্টেন্ডিং থাকতে পারে, এর জন্য টেলিফোনে আমার সঙ্গে যে কেউ কথা বলতে পারে। কাদের সিদ্দিকী সাহেব ফোন করেছেন, তিনি কথা বলতে চান। তাকে আমি বলেছি আসেন। অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা হতে পারে। আর কিছু না হোক চোখ দেখা দেখি না হোক টেলিফোনে তো সংলাপ করা যায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অনেক গ্যাপ, মনের মধ্যে অনেক দুরত্ব হয়ে যায়, দীর্ঘ দিন দেখা নেই। সবই কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে। আমরা কি কথাবার্তা বলব না? টেলিফোনে কথা বলতে অসুবিধা কী?’

আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বাড়বে কি না জানতে চাইলে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আরও বড় হতে পারে। নির্বাচন আসলে পোলারাইজেশন হবে। এলায়েন্স বলেন, এলায়েন্স তো আছে আমাদের। সেটা বাড়তেও পারে। অনেকেই তো জোটে আসতে চাইছে। অনেকেই আবার নিজেরাই আলাদা জোটে ঢুকতে চাইছে। বিএনপির সঙ্গেও থাকবে না আওয়ামী লীগের সঙ্গেও নয়। এমন জোটও হতে পারে। শেষ পর্যন্ত বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় এটা পরিস্কার হবে অক্টোবরে।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,অনানুষ্ঠানিক,আলাপ-আলোচনা,কাদের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist