reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০১৮

পরাজিত হয়ে বিএনপি মিথ্যাচার করছে, আ.লীগ নেতাদের অভিযোগ

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, কোনো পত্রপত্রিকা খুলনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি, কিন্তু বিএনপি করেছে। এটা তাদের অভ্যাস। খুলনার জনরায়কে যারা প্রত্যাখান করেছে, আগামী নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখান করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনাসভায় দলটির শীর্ষ নেতারা এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভাটির আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘আজকে বিএনপি নির্বাচনের কথা বলে। নির্বাচন নিয়ে বিএনপি বহু খেলা খেলেছে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর নির্বাচনের নাম হয়েছিল এক হোন্ডা, দুই গুন্ডা, দুই স্টেনগান। ভোটার থাকতো না পোলিং বুথে। ব্যালট বাক্সও ছিনতাই করে নির্বাচন করতো। তারাই আজ নির্বাচনের সততার কথা বলে।’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘কোনো পত্রপত্রিকা খুলনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি, কিন্তু বিএনপি করেছে। এটা তাদের অভ্যাস। খুলনার নির্বাচন আবারও প্রমাণ করেছে, আমরা একত্রিত থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।’

দলটির সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বাংলাদেশের আশীর্বাদ শেখ হাসিনা, তাকে ছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খুলনার জনরায়কে যারা প্রত্যাখান করেছে, আগামী নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখান করবে। বিএনপির খালি কলসি। খালি কলসি নড়াচড়া করে বেশি। আমাদের ভরা কলসি, নড়াচড়া করে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির কাজই হচ্ছে মিথ্যাচার করা। তারা জনগনের কাছে নালিশ করে না, কারণ জনগণ তাদের প্রত্যাখান করেছে। এ কারণে তারা বিদেশীদের কাছে নালিশ করে।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেন, ‘খুলনার নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করেছে মানুষ বিএনপিকে চায় না। সন্ত্রাস-জঙ্গিবাদের নেত্রী জেল থেকে বের হোক মানুষ চায় না। তারা আওয়ামী লীগের উন্নয়নের সঙ্গে থাকতে চায়।’

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর সভাপতিত্বে দলের নেতাদের মধ্যে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন- এইচ টি ইমাম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া প্রমুখ। যৌথভাবে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরাজিত,বিএনপি,মিথ্যাচার,আ.লীগ নেতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist