আকবর হোসেন, মনোহরগঞ্জ

  ২৩ এপ্রিল, ২০১৮

লাকসামে ছাত্রলীগের বর্ধিত সভায় মোঃ তাজুল ইসলাম এমপি

‘ছাত্রলীগের নেতা-কর্মীদের মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করতে হবে’

লাকসাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ তাজুল ইসলাম এমপি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করতে হবে। ছাত্রলীগ কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজিতে সম্পৃক্ত হবে না। বঙ্গবন্ধুর আদর্শে সকল ছাত্রলীগের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির মানব সেবায় কাজ করতে হবে।

সোমবার লাকসাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু গরীব-দু:খী মানুষের জন্য কাজ করেছেন। তিনি ছিলেন মানুষের প্রিয় একজন ব্যক্তি। যার গুন বলে শেষ করা যাবে না। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে হবে। তাহলে নতুন প্রজন্ম আগামী দিনগুলোতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে।

তিনি ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য সকল ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে আহবান জানান। লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আনিসুর রহমান, আবদুল আউয়াল মজুমদার, সাইফ খাঁন স্বাধীন, নাহিদ কবির, মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু, রাসেল আহমেদ রাশেদ, ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আলম মিঠুন, নবাব ফয়জুন্নেসা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পায়েল কবির, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্রলীগ,কল্যাণ,উন্নয়ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist