reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

‘অযোগ্য হলে খালেদাকে বাদ দিয়েই নির্বাচন’

খালেদা জিয়াকে বাদ দিয়ে আগামী নির্বাচন হবে না— এসব যারা বলছেন তাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ীই হবে। খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য হলে তাকে বাদ দিয়েই নির্বাচন হবে।

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ায় পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় আন্দোলন সংগ্রাম করেও খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, খালেদা জিয়া এরই মধ্যে এতিমদের টাকা আত্মসাতের দায়ে দন্ডিত হয়েছেন। দণ্ড স্থগিত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দন্ডপ্রাপ্ত আসামির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে খালেদা জিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভবনা খুবই কম। আইনি প্রক্রিয়া ছাড়া এ নির্বাচনে যাওয়ার সুযোগ নেই তার। বিএনপি এ বিপর্যয়ের মধ্যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নেতাকর্মীদের চাঙ্গা করছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,মাহবুব-উল আলম হানিফ,খালেদা জিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist