reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

‘খালেদার নির্বাচন নিয়ে ইসির কোনো ভূমিকা নেই’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারা না পারা বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানিয়েছেন।

বুধবার বিকেলে আগারগাঁওর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টারি ডেলিগেশন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের সিইসি বলেন, ‘আদালত যদি অ্যালাও (অনুমোদন) করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর যদি অ্যালাও না-ও করেন, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না। কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে।’

দেশের বর্তমান পরিস্থিতি বা নির্বাচনে সহিংসতার বিষয়ে কোনো কথা হয়েছে কি না বা কোনো বিষয়ে তারা পরামর্শ দিয়েছে কি না- জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে তিনি জানান, ‘প্রতিনিধি দল মূলত আমাদের কাছে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচনে কমিশনের খরচের টাকা কে বহন করে জানতে চেয়েছেন। আমরা বলেছি- নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তা সরকার বহন করে থাকে।’

এর আগে বিকেলে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে ইইউ প্রতিনিধি দল। ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারি ডেলিগেশন জিম ল্যামবার্ড এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ও যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা জিয়া,ইসি,নির্বাচন কমিশন,সিইসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist