reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০১৮

‘জীবনের শেষ নির্বাচন, দলকে ক্ষমতায় দেখে যেতে চাই’

ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেই মুহম্মদ এরশাদ বলেছেন, সামনে আমার জীবনের শেষ নির্বাচন। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চাই, তার আগে মরতে চাই না। তাই জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে নেতা-কর্মীদের আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার রাজধানীতে অনুষ্ঠিতব্য দলের সমাবেশ সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির এক যৌথসভা ডাকা হয়েছিল। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সভায় জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে নেতা-কর্মীদের সতর্ক করে এরশাদ বলেন, আমার মনে হয় সামনে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে কিছুই ভয় করি না। আগামী ১৫ ফেব্রুয়ারি আমরা দেখাতে চাই, আমরা শক্তিশালী দল। তিন বলেন, এখন কথা হচ্ছে, আমরা প্রস্তুত কি না? আমরা টাকা-পয়সার কথা চিন্তা করছি না। তোমরাও টাকা পয়সার কথা চিন্তা কর না। আমার জীবনের শেষ নির্বাচন..জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চাই। তার আগে মরতে চাই না।

দলের শক্তিমত্তা প্রদর্শনের উপর জোর দিয়ে এরশাদ বলেন, দুর্বলের সাথে কেউ হাত মেলায় না। আমার ফাইনাল কথা- শক্তি সঞ্চয় করো- হাত এগিয়ে আসবে। ১৫ ফেব্রুয়ারি। কত লোক দরকার?- ৫ লাখ। এখন তোমরা আমাকে কথা দিয়ে যাও- আগামী ১৫ ফেব্রুয়ারি তোমরা ৫ লাখ লোক জোগাড় করে আনবে। যদি করতে পারো, ক্ষমতায় যাওয়া নিশ্চিত আমাদের জন্য।

আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে কটাক্ষও করে এরশাদ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছে। আমার বিরুদ্ধে হয়েছিল ৪২টি। মানে আরও ৫টা বাকি আছে। আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নতির কথা বললেও মানুষের দুর্দশার লাঘব হয়নি বলে দাবি করেন। তিনি বলেন, অতএব দেশের মানুষের উন্নতির জন্য, শিল্প কলকারখানা সৃষ্টির জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে। তিনি আরও বলেন, এখন এমন একটা অবস্থা আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। আমাদের কাছে সবাই নিরাপদ; দেশের মানুষও নিরাপদ।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেষ নির্বাচন,জাতীয় পার্টি,ক্ষমতা,হুসেই মুহম্মদ এরশাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist