reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০১৮

‘সময়মতো উকিল নোটিশের জবাব দেওয়া হবে’

সময়মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিল না। মানুষ ভোট দিয়েছিল বলেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখে ৪ বছর পার করেছে। এরশাদ ও খালেদা জিয়া ভোটারবিহীন নির্বাচন করে টিকে থাকতে পারেনি। আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা খুনি, যুদ্ধাপরাধ, রাজাকার, আলবদরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, যারা দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাট করেছে- তারা যেন আর ক্ষমতায় না আসতে পারে। তারা ক্ষমতায় এলে দেশের কল্যাণ হবে না, উন্নয়ন হবে না। তারা মানুষের কল্যাণ করতে পারে না।

প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর তার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে সর্বশেষ আর্থসামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা যোগ দেন।

পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া নাকি বলেছেন, এই পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হয়েছে, কেউ উঠবেন না। আমরাও দেখব, এই সেতু নির্মিত হওয়ার পর খালেদা জিয়া কিংবা বিএনপির কোনো নেতা ওঠেন কি-না। খালেদা জিয়া আরও অদ্ভুত কথা বলেছেন। উদ্বোধনের পর নাকি সাবমেরিন ডুবে গেছে। সাবমেরিন এমনিতেই ডুবে থাকে। তিনি মানসিকভাবে অসুস্থ কি-না, তার মাথায় সমস্যা আছে কি-না সেটাও পরীক্ষা করে দেখার দরকার। তিনি কোনো এজেন্ট পাঠিয়ে বোমা মেরে সাবমেরিন ডুবিয়ে দিতে চান কি-না, সেটাও দেখতে হবে। সরকারের উন্নয়নের সফলতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদা পাচ্ছে, সম্মান পাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উকিল নোটিশ,জবাব দেওয়া হবে,শেখ হাসিনা,প্রধানমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist