reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জানুয়ারি, ২০১৮

‘জ্ঞানের অভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন খালেদা’

বিএনপি নেত্রী খালেদা জিয়া জ্ঞানের অভাবে পদ্মা সেতু নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবনের মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া জ্ঞানের অভাবেই ‘পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি হচ্ছে’ বলে মন্তব্য করেছেন। যারা দেশের টাকা বিদেশে পাচার করেন, মানুষ পোড়ায়, তাদের হাতে দেশের উন্নতি সম্ভব নয়।’

ছাত্রলীগের ছেলেমেয়েদের মন দিয়ে পড়াশোনা করার উপদেশ দিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের ছেলেমেয়েদের আমি বলব- তোমদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। খালি অংক আর উর্দুতে পাস করলে চলবে না। বিজ্ঞান-প্রযুক্তি, আমাদের সংস্কৃতি, সাহিত্য সব কিছুই পড়তে হবে। মনে রাখতে হবে দেশকে আগামীতে নেতৃত্ব দিতে হলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাড়া কখনো নিজেকেও গড়ে তোলা যাবে না। দেশকে এগিয়ে নেয়া যাবে না।’

এ সময় ছাত্রলীগের মূলনীতির ধারণের নির্দেশ দিয়ে সংগঠনটির সাংগঠনিক নেত্রী বলেন, ‘ছাত্রলীগের যে মূল নীতি, সেই নীতি ধরে এগোতে হবে। শিক্ষা গ্রহণ করতে হবে। ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে শিক্ষার আলোক বর্তিকা হাতে নিয়ে শান্তির পথে প্রগতির দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘বাড়িতে গেলে আশেপাশে কেউ যদি নিরক্ষর থাকে, তাকে অন্তত অক্ষরজ্ঞান দেওয়ার ব্যবস্থা করতে হবে। ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি উৎসাহিত করার কাজটি ছাত্রলীগের নেতাকর্মীদেরই করতে হবে।’

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’- এই তিন মূলমন্ত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে গঠিত সংগঠনটি সময়ের পরিক্রমায় পরিচিতি পায় বাংলাদেশ ছাত্রলীগ হিসেবে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জ্ঞান,বিভ্রান্তি,খালেদা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist