এএসপি থেকে এসপি হলেন ৯৬ জন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:১৭

পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হয়েছেন ৯৬ জন পুলিশ কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার পদের এই কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা হয়।
পদোন্নতি পেয়ে পঞ্চম গ্রেডে গেলেও এই কর্মকর্তাদের বর্তমানে যে যে পদে দায়িত্ব পালন করছেন, তা চালিয়ে যেতে বলা হয়েছে। যার অর্থ দাঁড়ায় পুলিশ সুপারের ওই পরিমাণ পদ বর্তমানে খালি নেই।
এই ৯৬ জনের মধ্যে তিনজন পুলিশ সুপারের চলতি দায়িত্ব পালন করছে। তারা হলেন পুলিশ স্টাফ কলেজের ইকবাল হোসেন, ঢাকা রেঞ্জ অফিসের আবুল বাশার তালুকদার এবং এনটিএমএস’র আব্দুল মান্নান মিয়া।
এসপি হলেন যারা জানতে এখানে ক্লিক করুন
পিডিএসও/রিহাব