reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৭

পোপের সফরে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের সময় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তরে এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় পুলিশ প্রধান একেএম শহীদুল হক বলেন, ‘পোপ ফ্রান্সিস বিশ্বের অন্যতম একজন সম্মানীয় ব্যক্তি। তার বাংলাদেশে সফর আমাদের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের। পোপের সফরকালে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সফরের স্থানগুলোতে গমনকালে পুলিশ পোশাকে এবং সাদা পোশাকে এবং র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।’

পোপের সফরকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে অহেতুক গুজব ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকির জন্য পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান পোপের সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা তুলে ধরেন।

পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পোপের সফরকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম নিবিড়িভাবে তদারকি এবং তথ্য সংগ্রহ করা হবে বলে সভায় পুলিশ প্রধান জানান । এছাড়া ব্লক রেইডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালাতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস। ২ ডিসেম্বর পর্যন্ত এই সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।​

পুলিশ সদর দপ্তরে এ সভায় অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পোপ ফ্রান্সিস,পোপের বাংলাদেশ সফর,পুলিশ সদর দপ্তর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist