নিজস্ব প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০১৭

‘ই-পাসপোর্ট ব্যবস্থা’ সরকারের পরিকল্পনাধীন রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ই-পাসপোর্ট ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি সরকারের পরিকল্পনাধীন রয়েছে। আজ সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ই-পাসপোর্ট হলে সাথে করে পাসপোর্ট বহন করা লাগবে না অথবা বিদেশ গিয়ে পাসপোর্ট হারিয়ে গেলে কোন বিড়ম্বনার শিকার হতে হবে না। একটি ‘চিপস’ এর মধ্যেই পাসপোর্টধারীর সকল তথ্য সন্নিবেশিত থাকবে। বিমানবন্দরে গিয়ে পাসপোর্ট নম্বর বললেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ সময় তিনি আরও বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে অনেক আগেই উদ্যোগ নিয়েছেন এবং সে অনুযায়ীই কাজ হচ্ছে। তাঁরই নির্দেশনায় আমরা ই-পাসপোর্ট করতে যাচ্ছি।’

সরকারি দলের সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে সরকার পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধির অংশ হিসেবে আরো ৫০ হাজার পদ সৃজনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। কামাল আরও বলেন, নতুন পদ সৃজনের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সরকারি দলের সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে সরকার সাথে সাথে এ ব্যাপারে এ্যাকশন নিয়ে থাকে। অভিযোগের ধরন অনুযায়ী বিষয়টি তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে সদর দপ্তর থেকে ক্লোজ করা হয়।

উম্মে কুলসুমের স্মৃতির অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার অভিজাত এলাকা গুলশানে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। আগের তুলনায় গুলশানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ মাদক বিক্রির তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সোর্স নিয়োগ দেয়া হয়েছে। মাদক বিক্রির কোনো সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাথে জড়িত এমন কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে তথ্য পাওয়া গেলেও আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ই-পাসপোর্ট,স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist