reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০১৭

কাউন্টার টেরোরিজমকে স্বতন্ত্র ইউনিট ঘোষণা

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিসিটিসি) স্বতন্ত্র ইউনিট ঘোষণা করা হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তরের (মিডিয়া) জনসংযোগ কর্মকর্তা এআইজি সোহেলী ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জঙ্গি অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখছে সিসিটিসি। সিসিটিসিকে একটি স্বতন্ত্র ইউনিট ঘোষণার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এই ইউনিটে শুধুমাত্র পুলিশ সদস্যদের নিয়ে গঠিত হবে।

২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখা হিসেবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠিত হয়। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। সংস্থাটিতে এখন কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ নামে চার বিভাগ রয়েছে। এই সংস্থায় ১০০ সদস্য কাজ করছেন। এর মধ্যে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, চারজন উপকমিশনার (ডিসি), ১০ জন অতিরিক্ত উপকমিশনার (এডিসি), ২০ জন সহকারী পুলিশ কমিশনার (এসি) এবং ৪০ জন ইন্সপেক্টর রয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাউন্টার টেরোরিজম,স্বতন্ত্র ইউনিট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist