reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০১৭

বুধবার জিলহজের চাঁদ দেখার সম্ভাবনা

ঈদ ২ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ওইদিন চাঁদ দেখা গেলে আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা হবে। আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদফতরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৭ তারিখে ১৪৩৮ হিজরী সনের জিলহজ মাসের নতুন চাঁদের পর্যবেক্ষণ গ্রহণের নির্দেশ দেয়া হলো।

পর্যবেক্ষণের তথ্য টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, ঢাকায় প্রেরণ করতে আগামী ২৩ আগস্ট চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত এ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদ দেখা,আবহাওয়া অধিদফতর,ঈদুল আজহা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist