reporterঅনলাইন ডেস্ক
  ২০ আগস্ট, ২০১৭

এবার ঈদযাত্রা সহজ হবে না : কাদের

ফাইল ছবি

বৃষ্টি অব্যাহত থাকলে ঈদে বাড়ি ফেরার যাত্রা সহজ হবে না বলে জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পানিতে তলিয়ে যাওয়া সড়কগুলো এই মুহূর্তে সংস্কার করা কঠিন বলেও জানান তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। গত কয়েক মাস ধরে চলা টানা বৃষ্টিতে এবার দেশের বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়ক ভেঙে তীব্র যানজট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ঈদযাত্রায় কী হবে সে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তাটি পানিতে ধুয়ে গেছে। এবার অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ভয়াবহতা এত তীব্র যে, এ পর্যন্ত ২৩টি পেয়েন্টে এক থেকে তিন কিলোমিটার রাস্তা পানির নিচে ডুবে আছে। উত্তরাঞ্চলসহ ১৮টি পয়েন্টে বেশকিছু এলাকা ওয়াশ আউট (ভেসে গেছে) হয়ে গেছে। পানিতে ডুবে থাকা পয়েন্টগুলো এই মুহূর্তে সংস্কার করা চ্যালেঞ্জিং বিষয়।

মন্ত্রী বলেন, তারপরও যদি বৃষ্টি-বাদল না হয়, আমরা আশা করছি ঈদের আগে রাস্তাগুলো ব্যবহারযোগ্য করা যাবে। বিটুমিনাস কাজ সম্পূর্ণ করতে পারব, এটা আমি বলতে পারছি না। তবে বৃষ্টি-বাদল যদি অব্যাহত থাকে তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা খুব চ্যালেঞ্জ হবে।

ঈদের আগে এবারও সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না বলে জানান মন্ত্রী। বলেন, সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে যেন পশুর হাট এমন স্থানে বসানো না হয় যাতে করে মানুষের চলাচলে সমস্যা হয়।

ঈদে ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না বলেও জানান মন্ত্রী। বলেন, ঈদের আগে পাঁচদিন ও ঈদের পর পাঁচদিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য-প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টসসামগ্রী, ওষুধ বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওবায়দুল কাদের,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী,সচিবালয়,ঈদযাত্রা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist