reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০১৭

‘মুক্তিযুদ্ধে অবদান ছিল বলেই বঙ্গমাতাকে হত্যা করা হয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান ছিল বলেই ‘৭৫ সালে তাকে হত্যা করা হয়েছিল।

মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রীর চোখে পানি চলে আসে। তিনি বলেন, ‘ঘাতকের দল যেভাবে আমার মায়ের উপর গুলি চালিয়েছে, সেটা কখনো ভাবতে পারিনি। আমার মনে হয়, ঘাতকের দল জানতো এদেশের স্বাধীনতার পেছনে আমার মায়ের অবদান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মায়ের মতো একজন জীবনসঙ্গী পেয়েছিলেন বলেই বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সফল হয়েছিলেন।’

শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তান আমলে কঠিন সময়ে রাজনৈতিক নেতাদের দিক নির্দেশনা দিয়েছেন মা। পাশাপাশি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও পরিবারকে শক্ত হাতে সামলিয়েছেন তিনি।’

অশ্রুসিক্ত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা এমপি ও রাষ্ট্রপতি থাকাকালীন মা কোনোদিন পশ্চিম পাকিস্তানে যাননি। তিনি সব সময় স্বাধীনতার জন্য উদগ্রিব ছিলেন। তিনি যদি এতো ত্যাগ স্বীকার না করতেন তবে আজ আমরা স্বাধীনতা পেতাম না। মায়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুক্তিযুদ্ধ,অবদান,বঙ্গমাতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist