reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুলাই, ২০১৭

ড. ইউনুসের সম্মেলন সরকার বন্ধ করেনি : আইজিপি

ড. ইউনূসের আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন সরকার বন্ধ করেনি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেন, ‘স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তার প্রস্তুতি না থাকায় ড. ইউনূসের আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেয়া হয়নি।’

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

‘সম্মেলনে সরকার অনুমতি দেয়নি' ড. ইউনুসের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইজিপি বলেন, '৭ম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস-২০১৭' শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন করার অনুমতি চেয়ে ইউনুস সেন্টার থেকে গত ২৩ জুলাই ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়। যা আমরা জানতে পারি ২৪ জুলাই। ড. ইউনুসের নেতৃত্বে ৩৬টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদদের নিয়ে ২৮-৩০ জুলাই আশুলিয়ায় সম্মেলনটি হওয়ার কথা ছিল।

তিনি বলেন, হঠাৎ করে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, এর মাত্র তিনদিন আগে ঢাকা জেলার এসপিকে জানানো হল। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর কেউ জানে না। এতোগুলো বিদেশি প্রতিনিধি আসবেন অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না।’

শহীদুল হক বলেন, ‘ঢাকাতে বহু আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে এবং সরকার এসব সম্মেলনকে স্বাগত জানায়। এসব সম্মেলনের নিরাপত্তা দেওয়ার সক্ষমতাও আমাদের রয়েছে। কিন্তু সকলকে অন্ধকারে রেখে মাত্র তিনদিন আগে বলবেন নিরাপত্তা দিতে সেটা হয় না। এজন্য আমাদের পর্যাপ্ত সময় দরকার। বিদেশি এতো মানুষকে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি দরকার।’

‘সময়ের অভাবে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নিতে না পারায় সম্মেলনের অনুমতি দেয়া হয়নি। এটা কোনভাবেই সরকার বন্ধ করেনি’ বলেন আইজিপি। ‘পরবর্তীতে পর্যাপ্ত সময় আগে অনুমতি চাওয়া হলে অনুমতি দেয়া হবে কিনা’- জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই অনুমতি দেওয়া হবে। কিন্তু তিনি বর্তমানে সরকার সম্মেলন বন্ধ করে দিয়েছে বলে যে অপপ্রচার চালাচ্ছেন সেটা ঠিক নয়।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইজিপি,ড. ইউনুস,সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist