reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুলাই, ২০১৭

'সেবা পেতে হলে রাজস্ব দিতে হবে'

মানুষকে বুঝিয়ে রাজস্ব আদায় করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সরকারি সেবা পেতে হলে রাজস্ব দিতে হবে।’ মঙ্গলবার ৩দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী দিনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, জেলা প্রশাসকদের জেলা বাজেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বাজেট দিলে জেলার উন্নয়নমূলক কাজের বিবরণ আসবে। চাহিদারও একটি বিবরণ থাকবে।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের সেবামূলক কাজ এখন দৃশ্যমান। অর্থ ছাড়া সেবা দেওয়া যায় না। এ জিনিসটা মানুষকে বোঝাতে হবে।’

অর্থমন্ত্রী জানান, জেলা প্রশাসকরা বেশ কিছু দাবি-দাওয়া পেশ করেছেন। এর মধ্যে জেলার রাজস্ব কার্যালয় (কালেক্টরেট অফিস) সংস্কারের দাবিও আছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ভবনগুলো দ্বিতল করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে বলবেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজস্ব,সেবা,অর্থমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist