reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুলাই, ২০১৭

ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি

ইউএনওকে হয়রানি : বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে বরগুনা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে হয়রানি করায় এবার বরিশাল ও বরগুনা জেলার ২ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- বরিশালের ডিসি গাজী মো. সাইফুজ্জামান এবং বরগুনার ডিসি মহা. বশিরুল আলম। ইউএনওকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে আজ সোমবার এই আদেশ জারির প্রস্তুতি চলছে এবং যথা শিগগিরই সম্ভব এই আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির মামলায় ইউএনওকে কারাগারে পাঠানোর জেরে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এদিকে নির্বাহী কর্মকর্তা তারিক সালমনের বিরুদ্ধে মামলা ও তার পরের ঘটনাপ্রবাহে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা- তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ২২ জুলাই ৫ সদস্যর এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোনো ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে কিনা, আইনের অপব্যবহার বা আইনের বাইরে কিছু হয়েছে কিনা- সেটা উনারা দেখবেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে জননিরাপত্তা বিভাগ, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা এই কমিটিতে রয়েছেন বলেও জানান তিনি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিসি প্রত্যাহার,বরিশাল ও বরগুনা,ইউএনওকে হয়রানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist