reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুলাই, ২০১৭

এবার অগ্নিকাণ্ড ঘটেছে ১৮ হাজার : নিহত ৫৩

দমকল বাহিনীর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক বছরে সারাদেশে ১৮ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। এসব আগিকাণ্ডে কমপক্ষে ৫৩ জনের প্রাণহানী হয়েছে। ক্ষতি হয়েছেছে ৪৩০ কোটি টাকার মতো। বেশিরভাগই অগ্নিকাণ্ডই বৈদ্যুতিক শর্ট সার্কিট, চুলার আগুন, ছুঁড়ে ফেলা জ্বলন্ত সিগারেট ইত্যাদি থেকে ঘটেছে। এই বিষয়ে ফায়ার সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান বলেন, এসব অগ্নিকা-ের মধ্যে সবচেনয়ে বেশি ঘটেছে বাসাবাড়ি বা রান্নাঘর থেকে। কলকারখানায় আগ্নিকাণ্ড ঘটেছে এক হাজারের মতো, আর দোকান-পাটে প্রায় ২ হাজার। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ বলেন, অগ্নিকণ্ডের কারণ প্রধানত ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট বা বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। বাসাবাড়িতে গ্যাস লাইন থেকেও অগ্নিকাণ্ড ঘটেছে। তিনি বলেন, এখন দাহ্য পদার্থ ব্যবহারের পরিমাণ বেড়েছে এবং সে জন্য অগ্নিকাণ্ডের ঝুঁকিও বেড়েছে। দমকল বাহিনীর সক্ষমতা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, ২০ তলা পর্যন্ত উঁচু ভবনে অগ্নিনির্বাপনের কাজ করার মতো যন্ত্রপাতি ও সক্ষমতা অর্জন করেছেন তারা। ফায়ার স্টেশনের সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার জন্য যানজট, পানির উৎস- এগুলো একটা বড় সমস্যা বলেও উল্লেখ করেন তিনি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অগ্নিকাণ্ড,নিহত ৫৩,অগ্নিকাণ্ড ১৮ হাজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist