reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০১৭

আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ

মানবতাবিরোধী অপরাধসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে বিভিন্ন দেশে সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।

১৯৯৮ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০১০ সালের ১ জুন উগান্ডার রাজধানী কাম্পালাতে অনুষ্ঠিত রোম বিধির রিভিউ কনফারেন্সে ১৭ জুলাই দিনটি আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। দেশের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। ২০১০ সালে রোম বিধিতে অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে এই বিচার করা বাংলাদেশের জন্য বাধ্যতামূলক। আর ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে কার্যকর হয় রোম বিধি। রোম বিধি অনুযায়ী গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার এই আদালতে সম্পন্ন হয়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। এর আওতায় ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৮টি মামলায় ৫৩ জন অপরাধী দণ্ডিত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস,ন্যায়বিচার,রোম বিধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist