reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৭

অধিবেশন শুরু হতে আধাঘণ্টা দেরি

প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সংসদে কোরাম সংকট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে কোরাম সংকটের ফলে অধিবেশন আধাঘণ্টা দেরিতে শুরু হয়েছে। এই সময় সংসদ নেতা হাউজে উপস্থিত থাকলেও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের অনুপস্থিতির কারণে এই কোরাম কোরাম সংকটের মুখে পড়ে অধিবেশন। গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী সংসদ ভবনে পৌঁছে সরাসরি অধিবেশন কক্ষে যান। তখন অধিবেশন কক্ষে মাত্র ১৬ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, গত শনিবার সংসদের বৈঠক হওয়ার কথা ছিলো। তবে আইন প্রণেতাদের অনাগ্রহের কারণে তা হয়নি।

সংবিধানের নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরু করতে হলে ৬০ জন সংসদ সদস্য উপস্থিত থাকতে হয়, যেটা কোরাম বলা হয়। রীতি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় পুরো সংসদ ভবনে বেল বাজানো শুরু হয়। অধিবেশনকক্ষে কোরাম পূর্ণ হলে বেল বাজা বন্ধ হয়। রোববার কোরামপূর্ণ হতে প্রায় আধাঘণ্টা সময় লাগে। রমজান মাস হওয়ায় চলমান বাজেট অধিবেশন প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়। তবে প্রায়ই দিনই সংসদের বৈঠক শুরু হতে ১৫-২০ মিনিট দেরি হচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন। ওইদিন বাজেট আলোচনায় কয়েকজন সংসদ সদস্য সময় বেশি চাইলে ডেপুটি স্পিকার বলেন, আপনারা সবাই পরে বক্তব্য দিতে চান। শনিবার সংসদে আসতে চান না। সংসদে ঠিকমতো উপস্থিতও থাকেন না।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংসদে কোরাম সংকট,প্রধানমন্ত্রীর উপস্থিতি,অধিবেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist