reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৭

মারা গেছেন গুলিবিদ্ধ এসপিবিএন সদস্য

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাইরে গুলিবিদ্ধ এসপিবিএন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান জানান, নায়েক আতিকুর রহমানকে শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গণভবনের উত্তর ফটকে মসজিদের কাছে দায়িত্বরত অবস্থায় রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ হন আতিকুর।

তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ওসি মো. আবুল হাসান বলছেন, এই পুলিশ সদস্য নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন আতিকুর।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসপিবিএন,গুলিবিদ্ধ,সদস্য,মারা গেছেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist