reporterঅনলাইন ডেস্ক
  ২২ মে, ২০১৭

মসজিদে নববীতে নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী

মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত এবং মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সোমবার সকালে রিয়াদ থেকে মদিনায় যান প্রধানমন্ত্রী। বেলা ১১টা ২০ মিনিটে তিনি প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করেন।

সৌদি আরবের ডেপুটি প্রিন্স সউদ খালেদ আল ফয়সাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে রাজকীয় প্রটোকলের মাধ্যমে শেখ হাসিনাকে মসজিদে নববীর পাশে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি মহানবীর (স.) রওজা মোবারক জিয়ারত করতে যান। পরে দুপুরে মসজিদে নববীতে নামাজ আদায় করেন।

প্রধানমন্ত্রী বিকেলে মহানবী (স.)-এর রওজা মোবারক জিয়ারত করে পবিত্র উমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করেন।

রোববার সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত আরব ইসলামিক অ্যামেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ২১ মে রিয়াদে পৌঁছান প্রধানমন্ত্রী। চারদিনের সফর শেষে আগামী বুধবার দেশে ফিরবেন তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মসজিদে নববি,নামাজ আদায়,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist