reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০১৭

সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ : ক্যামেরন

বাংলাদেশকে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নানা ক্ষেত্রে উন্নয়নের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

গুলশানের ফোর পয়েন্ট হোটেলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত ‘বৈশ্বিক চ্যালেঞ্জ-২০১৭’ শীর্ষক বক্তৃতায় এ কথা বলেন সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী। কেবল নির্দিষ্ট সময় পরপর নির্বাচন নয়; মানসম্পন্ন গণতন্ত্র, আইনের শাসন এবং রাজনীতিকে দুর্নীতিমুক্ত রাখাই এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, এ মুহূর্তে বৈশ্বিক প্রধান চ্যালেঞ্জ হলো গুণগত মানের গণতন্ত্র প্রতিষ্ঠা। দ্বিতীয়ত তিনি বলেন দুর্নীতির কথা, বিশেষত রাজনীতিকে দুর্নীতিমুক্ত রাখা। তৃতীয় এবং সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে ইসলামের নামে চরমপন্থার উত্থানকে উল্লেখ করেন ক্যামেরন। তবে জঙ্গিবাদকে তিনি আদর্শিক সংঘাত হিসেবে চিহ্নিত করে বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ছয় বছর প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন ডেভিড ক্যামেরন। তিনি বলেন, উন্নত গণতন্ত্র, জবাবদিহিতা, দায়বদ্ধতা ও রাষ্ট্রের সমৃদ্ধি জোরদার করে। রাজনীতিবিদদের নিজের জন্য নয়, দেশের সেবায় কাজ করতে হবে। এছাড়া নানা ক্ষেত্রে উন্নয়নের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বর্তমান ও সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য, কূটনীতিক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রায় ১৩ মিনিটের বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডেভিড ক্যামেরন। ২৪ ঘণ্টার কম সময়ের সফরে বুধবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক ব্রিটিশ এ প্রধানমন্ত্রী। দুপুরে একটি তৈরি কারখানা পরিদর্শন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। রাতেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সফলতা,উজ্জ্বল দৃষ্ঠান্ত,ক্যামেরন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist