reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০২০

কেরালায় বিমান দুর্ঘটনায় কষ্ট পেয়েছি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে এয়ার ইন্ডিয়ার এক বিমান দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোক বার্তায় বলেন, বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষে আমি এই শোক-সন্তপ্ত পরিবার এবং যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের আপনজন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আহতদের দ্রুত আরোগ্য লাভে আমাদের চিন্তা-ভাবনা এবং প্রার্থনা অব্যাহত রয়েছে, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি কেরালা রাজ্যের কোজিকোডে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সংবাদে হতবাক এবং কষ্ট পেয়েছি।

তিনি বলেন, বুঝতে পারছি ফ্লাইটটি কোভিড ১৯-এর কারণে প্রবাসে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনায় পরিচালিত বান্দে ভারত মিশনের অংশ হওয়ায় এর অধিকাংশ যাত্রীই ছিল ভারতীয়।

করোনার প্রাদুর্ভাবে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে গত ৭ আগস্ট এয়ার ইন্ডিয়ার ৭৩৭ এয়ার ক্রাফটের একটি বিমান দুবাই থেকে যাত্রা করলে, কেরালার কোজিকোড বিমানবন্দরে অতি বৃষ্টির কারণে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দু’ভাগ হয়ে যায়।

১৯০ জন যাত্রী ও ক্রুসহ বিমানটি বিধ্বস্ত হলে পাইলটসহ ১৮ জন প্রাণ হারায় এবং অন্তত একশ যাত্রী আহত হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেখ হাসিনা,বিমান দুর্ঘটনা,কেরালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close