নিউজ ডেস্ক

  ১৩ জুলাই, ২০২০

নুরুল ইসলাম বাবুল ছিলেন প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা : স্থানীয় সরকারমন্ত্রী

বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক মরহুম নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সরকারমন্ত্রী শোক বার্তায় আরও বলেন, নুরুল ইসলাম বাবুল ছিলেন দেশের প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা। তিনি তার জীবদ্দশায় অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং একজন দেশপ্রেমিক ও সমাজ হিতৈষী ব্যক্তি ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নুরুল ইসলাম বাবুল,শোক,স্থানীয় সরকারমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close