reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০২০

ডা. জাফরুল্লাহ ‘করোনা আক্রান্ত’

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিট দিয়ে পরীক্ষা করে তিনি সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছেন। গতকাল রাত থেকে জ্বর জ্বর ছিল, আমাদের কিট দিয়ে অ্যান্টিজেন পরীক্ষা করে পজেটিভ এসেছে।

৭৯ বছর ব্য়সী জাফরুল্লাহ বলেন, পরীক্ষায় ফলাফল পজেটিভ আসার পর থেকে ধানমণ্ডির বাসায় পুরোপুরি আইসোলেশনে আছি।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত হওয়ায় আজকে ঈদে আমি কারো সাথে দেখা-সাক্ষাত করিনি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,ডা. জাফরুল্লাহ,সংক্রমণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close