reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০২০

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

ফাইল ছবি

আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপন করছেন।

এবার করোনা আতঙ্কের মধ্যেই উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরের ঈদ। করোনা মহামারি কারণে নেয়া হয়েছে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা।

করোনার এই মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।

সোমবার সকাল ৭ টায় মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করবেন থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, সারাদেশে করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে বা ঈদগাহে ঈদের কোনো জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈদের জামাত,বায়তুল মোকাররম মসজিদ,জাতীয় মসজিদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close