reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২০

ছুটি আরও বাড়লো

করোনাভাইরাস মোকাবেলায় ঘোষিত চলমান সাধারণ ছুটি আরও তিনদিন (১১ থেকে ১৪ এপ্রিল) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে এর আগে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিল সরকার। এরপর ১২ ও ১৩ এপ্রিল এখন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর নববর্ষের দিন ১৪ এপ্রিল আগে থেকেই ছুটি ছিল। তার মানে হলো, এখন ছুটি বলবৎ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত।

এর আগে গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রথম দফায় ১০ দিনের সাধারণ ছুটির ঘোষণা দেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে পরবর্তী দুইদিন সাপ্তাহিক ছুটি, এর সঙ্গে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল সাধারণ ছুটি ও পরবর্তী দুইদিন সাপ্তাহিক ছুটিকে যুক্ত করে ওই ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,জনপ্রশাসন মন্ত্রণালয়,ছুটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close