reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০২০

নতুন করে কেউ আক্রান্ত হয়নি, আরও ৪ জন সুস্থ

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগের ৪৮ জনে সীমিত আছে। নতুন করে সুস্থ হয়েছেন আরও চারজন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

শনিবার দুপুর ১২ টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন লাইভ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, যাদের বয়স ৬০ এর বেশি তারা ঘরের একেবারেই ঘরের বাইরে যাবেন না। গত২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৩৪৫০ কল এসেছে, এর সবই কোভিড-১৯ সংক্রান্ত।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৪৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ১৫ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,আইইডিসিআর,করোনা রোগী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close