reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২০

নতুন আক্রান্ত নেই

দেশে করোনাভাইরাসে আরও ১ জন মারা গেছেন

আইইডিসিআরের ব্রিফিং। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে এই ভাইরাসে দেশে পাঁচজন মারা গেলেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, আজ সকালে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত এক রোগীর আত্মীয় ছিলেন।

মীরজাদী সেব্রিনা জানান, মারা যাওয়া ব্যক্তি গত ১৮ মার্চ আক্রান্ত হন। এরপর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইইডিসিআরে নিয়ে আসা হয়। তার ডায়াবেটিস ছিল। এ ছাড়া হাইপারটেনশনও ছিল।

আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে কারও শরীরে ভাইরাস শনাক্ত হয়নি। আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৭ জন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,আইইডিসিআর,মহামারি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close