reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি, ২০২০

দিলু রোডে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

রাজধানীর দিলু রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তিনজন মারা গেছেন। দগ্ধ আরও দুজন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে দিলু রোডের পাঁচতলা একটি ভবনে আগুন লাগে।

দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন ছেলেশিশু।

দগ্ধ ব্যক্তিরা হলেন—শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শহিদুলের শরীরের শতকরা ৪৩ ভাগ ও জান্নাতুলের শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে।

আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ তিনজন—সুমাইয়া আক্তার (৩০), মাহাদি (৯) ও মাহমুদুল হাসান (৯ মাস)। তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তারা আশঙ্কামুক্ত।

ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। ফায়ার সার্ভিস সকাল পৌনে ৬টার দিকে ঘটনাস্থল থেকে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা বাবুল মিয়া বলেন, ভবনের নিচতলায় আগুন লাগে। তিনজনের লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভবনে আগুন,দগ্ধ,দিলু রোড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close