reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০২০

তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন একটি পোশাক কারখানার কর্মীরা। কর্মচারী ছাঁটাই ও কারখানা বন্ধ রাখার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কানিজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা নাবিস্কো মোড়ের দুইপাশে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের এই অবরোধের কারণে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি ৮০ জন কর্মীকে ছাঁটাই করেছে। এর প্রতিবাদ করায় গত তিন দিন ধরে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার মইনুল ইসলাম জানান, পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের এক পাশে সরিয়ে দিলে অন্যপাশ দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তেজগাঁও,কর্মচারী ছাঁটাই,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close