reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০২০

পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

পুরান ঢাকার ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও ২ জন দগ্ধ হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় ইসলামপুরের লায়ন টাওয়ার নামের একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অগ্নিদগ্ধ অবস্থায় শ্রমিক আশিকুর রহমান আশিক (২০), আল আমীন (২৫) ও আরিফকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। আশিকের বাড়ি কেরানীগঞ্জে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া দগ্ধ আল আমীন ও আরিফের অবস্থাও সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক মীরু মিয়া সাংবাদিকদের জানান, ১২ তলা লায়ন টাওয়ারে এসি মেরামতের কয়েকটি দোকান আছে। একটি দোকানের কর্মীরা ভবনের ছাদে এসি মেরামতের সময় কমপ্রেসার বিস্ফোরিত হলে ৩ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুরান ঢাকা,এসি বিস্ফোরণ,কম্প্রেসার বিস্ফোরণ,দগ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close