reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০২০

কদমতলীতে ৭ শ্রমিক অগ্নিদগ্ধ

রাজধানীর কদমতলীতে স্টিলের কারখানায় লোহা গলানোর সময় সাত শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে কামাল স্টিল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে। কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন—রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬), বাবর (৩৫), দুলাল (২৭) ও সুজন (২৮)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান বলেন, দগ্ধ সাতজনের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ, দুলালের ১০ শতাংশ ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি চার জনের শরীর সামান্য দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল জানান, রাতে কারখানায় ওই সাতজন লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি তাদের শরীরে লাগে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অগ্নিদগ্ধ,কদমতলী,শ্রমিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close