reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২০

নির্বাচনে থাকছে ৬৭ বিদেশি পর্যবেক্ষক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৬৭ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। বুধবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলসহ সাতটি দেশের পর্যবেক্ষকরা এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আমেরিকার ২৭ জন, ব্রিটিশ ১২ জন, সুইজারল্যান্ডের ছয়জন, জাপানের পাঁচজন, নেদারল্যান্ডের ছয়জন, ডেনমার্কের দুইজন, নরওয়ের চারজন ও ইউরোপিয়ান ইউনিয়নের পাঁচজন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

এছাড়া ১০১৩ জন্য দেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের কয়েক হাজার সাংবাদিক ভোট পর্যবেক্ষণ করবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদেশি পর্যবেক্ষক,ইসি,নির্বাচন কমিশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close