reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২০

শাহজালালে বিমান ওঠানামা শুরু

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, বুধবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

সাধারণত বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে ফ্লাইট ওঠানামা করতে পারে না।

উল্লেখ্য, গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান ওঠানামা,শাহজালাল বিমানবন্দর,ঘন কুয়াশা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close