reporterঅনলাইন ডেস্ক
  ৩১ ডিসেম্বর, ২০১৯

মধ্যপ্রাচ্যে প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছেন নাহিদা সোবহান

সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনিই হবেন মধ্যপ্রাচ্য অঞ্চলে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত।

নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন পেশাদার কূটনীতিক। বর্ণাঢ্য কূটনীতিক জীবনে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী নাহিদা নেদারল্যান্ডের হেগ একাডেমি অব ইন্টারন্যাশনাল ল’ থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

এছাড়া তিনি ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডিমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। তিনি ফরাসি, ইংরেজি ও বাংলায় পারদর্শি। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যপ্রাচ্য,রাষ্ট্রদূত,নাহিদা সোবহান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close