reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ডিসেম্বর, ২০১৯

দেশবিরোধী শক্তিতে একচুলও ছাড় নয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দৈনিক সংগ্রাম পত্রিকা কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে জাতির সঙ্গে ধৃষ্টতা দেখিয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা।

মহান বিজয় দিবসে রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে 'শহীদ' হিসেবে উল্লেখ করে সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।

তিনি বলেন, আমরা তথ্য মন্ত্রণালয় থেকে এই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি ও ডিক্লারেশন কেন বাতিল হবে না, মন্ত্রণালয়ের ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) ও জেলা প্রশাসন থেকে ইতোমধ্যেই সে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি, যারা দেশটাই চায়নি, তাদের রাজনীতি, তাদের আস্ফালন মেনে নেওয়া যায় না। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাছান মাহমুদ,তথ্যমন্ত্রী,দেশবিরোধী শক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close