reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০১৯

মিয়ানমারে আটক বাংলাদেশি ১৭ জেলে ফিরছেন

সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার সমুদ্রসীমায় ঢুকে পড়া ১৭ বাংলাদেশি জেলেকে মিয়ানমার নৌ বাহিনী আটক করে।তবে সেই ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় কোস্ট গার্ডের (সিজিএফ) তাজউদ্দিন নামে জাহাজে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের ফেরত দেওয়ার কথা রয়েছে।

জেলেদের মধ্যে ১৩ জন ভোলার, দুই জন চট্টগ্রামের, একজন ঝালকাঠি এবং একজন মুন্সিগঞ্জ জেলার অধিবাসী। জেলেদের হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন তাজউদ্দিন জাহাজের কমান্ডার মেজবাহ উদ্দিন।

এ প্রসঙ্গে কমান্ডার মেজবাহ উদ্দিন বলেন, মিয়ানমার জলসীমানায় সেদেশের নৌবাহিনীর হাতে আটক বাংলাদেশি জেলেদের রাতে ফেরত দেওয়ার কথা রয়েছে। সাগরে জাহাজ অপেক্ষামাণ রয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফের সেন্টমার্টিনসংলগ্ন মিয়ানমারের সমুদ্রসীমানা থেকে দেশটির নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিল বিকল হয়ে আটকে পড়েন ১৭ বাংলাদেশি জেলে। একপর্যায়ে তাদের বোট মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লে তাদের বোটসহ আটক করে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,বাংলাদেশি জেলে,কোস্টগার্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close