reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৯

সড়ক আইন সংশোধনের দাবি

বুধবার থেকে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা

সড়ক পরিবহন আইন ২০১৮ স্থগিত করে তা সংশোধনসহ নয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পণ্য প‌রিবহন ব‌ন্ধ ঘোষণা করেছে বাংলা‌দেশ ট্রাক কাভার্ডভ্যান মা‌লিক-শ্র‌মিক ঐক্য পরিষদ। বুধবার সকাল ৬টা থেকে তারা আর পণ্য পরিবহন করবে না বলে ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় কাভার্ডভ্যান ট্রাক মা‌লিক অ্যাসোসিয়েশনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব দাবি দেওয়া হয়। নতুন আইন বাতিল করতে হবে এবং নতুন আইন সংশোধনে মালিক ও শ্রমিকের প্রতিনিধিদের রাখাসহ নয় দফা দাবি জানান তারা।

২০১৮ সালে জাতীয় সংসদে নতুন সড়ক পরিবহন আইন পাস হলেও এ বছরের ১ নভেম্বর থেকে কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ১৭ দিন প্রচারণার পর সোমবার থেকে আইন প্রয়োগ শুরু করেছে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ।

গতকাল রাজধানীর ছয় স্পটে আটটি আদালতের মাধ্যমে ক্রুটিপূর্ণ পরিবহনগুলোকে জরিমানা করা হয়। অভিযানের প্রথম দিনে জরিমানা করা হয় একলাখ ২১ হাজার নয়শ টাকা। আজও দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্থানে চলছে অভিযান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পণ্য পরিবহন,সড়ক আইন,ট্রাক কাভার্ডভ্যান মা‌লিক-শ্র‌মিক ঐক্য পরিষদ,সংবাদ সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close