নিজস্ব প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০১৯

ডায়াবেটিস দিবসে স্থানীয় সরকারমন্ত্রী

সচেতনতাই পারে ডায়াবেটিস মুক্ত সুস্থ জীবন গড়তে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সম্প্রতি এডিস মশার আক্রমণে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। মানুষ সচেতন হয়ে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, পাশাপাশি সময়মতো মশার ওষুধ স্প্রে করার মাধ্যমেও কাজ হয়েছে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, সাধারণ মানুষের সচেতনতাই পারে ডায়াবেটিসমুক্ত সুস্থ জীবন গড়তে।

বৃহস্পতিবার রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে বিশ্ব ডায়বেটিকস দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’ এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মো. সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি এন্ড ডায়বেটলজি বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ফারুক পাঠান, বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ।

মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ডায়াবেটিস বিষয়ে সবাইকে সচেতন করতে হলে জাতীয় কারিকুলাম বোর্ডে এ বিষয়ে যুক্ত করতে হবে। গরুর রচনা পড়ার মতো এখন আর সেই দিন নেই। ট্রাপিক সিগনাল, সড়ক দুর্ঘটনা, মশাবাহিত রোগসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি পাঠ্যবইয়ে অর্ন্তভুক্ত করা হোক। এসব বিষয় পাঠ্য বইয়ে থাকলে শিক্ষার্থীরা সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষক, পরিবারসহ সবাই সচেতন হওয়া সম্ভব।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামের মেম্বার, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সকল সুবিধা গ্রামে পৌঁছে। এদের মাধ্যমে ডায়বেটিকস সম্পর্কে সচেতন হওয়ার জন্য কিছু নির্দেশনা আপনারা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারেন। এছাড়া মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জাসহ উপসনালয়গুলোতেও ডায়াবেটিস সম্পর্কে আলোচনা হওয়া দরকার। সবাই একযোগে সচেতন হলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মো. তাজুল ইসলাম আরো বলেন, আমাদের চিন্তা হচ্ছে দ্রুত কিভাবে অর্থশালী হওয়া যায়। সব সময় টাকা আর টাকা; এ নিয়ে আমরা সারাক্ষণ চিন্তা করি। অথচ আমরা নিজের বা পরিবারের সদস্যদের শরীর নিয়ে একটু ভাবি না। হাঁটাচলা বা শরীরচর্চা করি না, পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হই না। সবাই আলাদা আলাদা চিন্তা করি। তাই আমাদের শরীরে নানা রোগ বাঁসা বাধে। তাই আমি বলবো, সবাই সচেতন হই; সুন্দর জীবন গড়ি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস হওয়ার জন্য শুধু ফাস্টফুড কারণ নয়, তেলে ভাজা পিঠাগুলোও দায়ী।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে হেলথ কর্নার চালু করা প্রয়োজন। যাত্রীরা তাদের প্রয়োজন মতো শরীর চেকআপ করিয়ে নিতে পারে। আর ডায়াবেটিস থাকলে প্রাথমিক ট্রিটমেন্ট করে নিতে পারে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডায়াবেটিস,বিশ্ব ডায়াবেটিস দিবস,স্থানীয় সরকারমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close