‘এনএইচএফ ইয়ুথ ফর হেলদি বাংলাদেশ’ গঠনে আলোচনা সভা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:৪৬

শনিবার NHF Youth for Healthy Banladesh গঠনের লক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় অধ্যাপক হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অবঃ ব্রিগ্রেডিয়ার আব্দুল মালিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করেন অধ্যাপক মহিউদ্দিন ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিস রায়হান ই জান্নাত, রীনা পারভীন, অতিরিক্ত সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন।
যুবক ও তরুণদের মধ্যে বিভিন্ন স্কুল -কলেজ, স্কাউটদের অংশ গ্রহণ ছিলো উল্লেখযোগ্য।
পিডিএসও/রি.মা